ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোয়াখালীতে ২৫০ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
নোয়াখালীতে ২৫০ শিক্ষার্থীর মধ্যে বৃত্তি প্রদান

নোয়াখালী: নোয়াখালী পৌরসভা কর্তৃক প্রদত্ত পৌর মেয়র সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তিপ্রাপ্ত ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে চেক, সার্টিফিকেট ও পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (০৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় পৌর ভবন চত্বরে সদর উপজেলা শিক্ষা অফিসের সহযোগিতায় বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।  

পৌর মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক তন্ময় দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিন শেখ, সহকারী শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে চেক, সার্টিফিকেটসহ পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।