ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আমাদের পাঠশালার বার্ষিক উৎসব শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
আমাদের পাঠশালার বার্ষিক উৎসব শনিবার আমাদের পাঠশালা

ঢাকা: প্রতিবছরের মতো এবারো আমাদের পাঠশালার বার্ষিক উৎসবের আয়োজন করেছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আপ্যয়ন-২ কমিউনিটি সেন্টারে (পূরবী সিনেমা হলের বিপরীতে) এ উপলেক্ষ আয়োজিত অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে থাকবে বাচ্চাদের আঁকা ছবি, ঝুট কাপড়ে বানানো খেলনা ও ব্যাগের উপস্থাপনা। এছাড়াও থাকবে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা।



অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হবে এবং বিগত বছরের (২০১৮ সাল) বিভিন্ন উদ্যোগ ও সফলতার চিত্র তুলে ধরা হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী ঢাকা ব্যান্ডের মাকসুদুল হক, সঙ্গীত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম, শিল্পী অমল আকাশ, অরুপ রাহী, ইতিহাসবীদ আহমেদ কামালসহ আমাদের পাঠশালার শুভানুধ্যায়ী বিভিন্ন ব্যাক্তি।

‘সমাজের বঞ্চিত শিশুদের জন্য মানসম্মত মানবিক শিক্ষা- স্লোগান নিয়ে ২০০৮ সালের জানুয়ারিতে ব্যাক্তি উদ্যোগে মিরপুরে যাত্রা শুরু করে বিদ্যায়তন।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।