ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

শিক্ষা

জাবিতে র‌্যাগিং বন্ধে প্রশাসনের ভিন্নধর্মী পদক্ষেপ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
জাবিতে র‌্যাগিং বন্ধে প্রশাসনের ভিন্নধর্মী পদক্ষেপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং বন্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে র‌্যালির আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এই ভিন্নধর্মী আয়োজনে র‌্যাগিং অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন তারা।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমান প্রশাসন র‌্যাগিং বন্ধে আজীবন বহিষ্কারসহ নানাবিধ কর্মসূচি হাতে নিয়েছিল।

এবছরও র‌্যাগিংবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের নেতৃত্বে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি দু’দিন র‌্যালি অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি শুরু হয়ে মুক্তমঞ্চে গিয়ে শেষ হবে।

২৪ ফেব্রুয়ারি উপাচার্যের নেতৃত্বে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং ২৫ ফেব্রুয়ারি র‌্যালিতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম. শাহ্ নওয়াজ আলি।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।