ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

শিক্ষা

সংস্কৃতি চর্চা মানুষকে বিভ্রান্তি থেকে মুক্তি দেয়

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
সংস্কৃতি চর্চা মানুষকে বিভ্রান্তি থেকে মুক্তি দেয়

রাবি: ‘সংস্কৃতি চর্চা মানুষকে হতাশা থেকে বাঁচায়। সংস্কৃতি চর্চা করলে অপসংস্কৃতি, লোভ লালসার জীবন, বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়া যায়। এ যুগে শিক্ষা প্রতিষ্ঠানে সংস্কৃতি চর্চা নেই বললেই চলে। যার ফলে শিক্ষার্থীরা মাদকে ঝুঁকছে এবং নেশাগ্রস্থ হচ্ছে।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাংলাদেশ গণশিল্পী সংস্থার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ৩৫ বছর পূর্তি উৎসবে উপ-মহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এসব কথা বলেন।  

‘শিল্প সংস্কৃতি সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

হাসান আজিজুল হক বলেন, সব অন্ধকার, বিভেদ-বৈষম্য, শাসন শোষণের বিরুদ্ধে, সাম্য স্বাধিকারের মিছিলে প্রথম সারিতে ছিল গণশিল্পী। তবে গণশিল্পীর বয়সের পরিবর্তন হলেও বাংলাদেশে সংস্কৃতি চর্চার তেমন পরিবর্তন হয়নি। তাই এমন সংস্কৃতি আন্দোলন গড়ে তুলতে হবে, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলন, বরেণ্য মানুষেরা থাকবেন। সেই মানুষদেরই অনুসরণ করবে সুস্থ সমাজ।

এর আগে সংগঠনের কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুর সৈনিক ও বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি সুজেয় শ্যাম। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল রহমান, রাবি শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মিনা মিজানুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।