ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

সম্মাননা পেলেন ফেনী ইউনিভার্সিটির ভিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
সম্মাননা পেলেন ফেনী ইউনিভার্সিটির ভিসি

ফেনী: মৎস্য, শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ফেনী ইউনিভার্সিটির উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা মিলনায়তনে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরামের আয়োজিত গবেষণা মেলা ও কনফারেন্সে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও প্ল্যানিং কমিশন, জেনারেল ইকোনোমিক ডিভিশন’র (জিইডি) মেম্বার ড. মোহাম্মদ শামসুল আলম প্রফেসর শাহ’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক এই উপাচার্য মাছের প্রজননের ওপর ‘জেনেটিক্স অব অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ ম্যানেজমেন্ট শীর্ষক’ বই প্রকাশ করেছেন। এছাড়া তার শতাধিক বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দেশ বিদেশের বিভিন্ন জার্নালে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা,মার্চ ৩০, ২০১৯
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।