ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘ছাত্র-ছাত্রীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
‘ছাত্র-ছাত্রীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ’

মানিকগঞ্জ: যৌন হয়রানি, মাদক, সন্ত্রাসসহ সব অপকর্ম থেকে নিজেদের দূরে রেখে লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলার প্রতি মন দিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার (৩০ মার্চ) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ।

তাই তাদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিমনা হতে হবে।

এসময় দিনব্যাপী কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী কলেজের একটি ১০তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯ 
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।