ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্ধিত ফি বাতিলের দাবিতে ইবিতে আন্দোলনের ডাক

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
বর্ধিত ফি বাতিলের দাবিতে ইবিতে আন্দোলনের ডাক

ইবি: বর্ধিত ফি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 

সোমবার (০৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী’-এর পাদদেশে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে এ আন্দোলনের ডাক দেয়।  

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, বর্ধিত ফি বাতিল না করা পর্যন্ত এ আন্দোলন চলবে।

 

এতে বিভিন্ন বিভাগের ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।  

মঙ্গলবার (০৯ এপ্রিল) আবারও মানববন্ধন ও উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে কর্মসূচি আজকের মত আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বাংলানিউজকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই ফি বর্ধিত করা হয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের এ ফি অনেক কম এবং সহনীয় পর্যায়ে রয়েছে। তাছাড়া বিষয়টি একটি মিমাংসিত ইস্যু।

উল্লেখ্য, গত ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফিসহ বিভিন্ন খাতে প্রায় তিনগুন ফি বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর কাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালন করে প্রগতিশীল ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের এই দাবি মেনে নেয়নি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।