ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে ইবির শিক্ষক-খেলোয়াড়দের ওপর হামলা

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
জাবিতে ইবির শিক্ষক-খেলোয়াড়দের ওপর হামলা

ইবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হ্যান্ডবল খেলোয়াড় ও শিক্ষককের ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার (১০ এপ্রিল) জাবিতে খেলা চলার এক পর্যায়ে ইবির খেলোয়াড়দের ওপর হামলা চালানো হয়।

হামলায় ইবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ইবি ক্রীড়া কমিটির আহ্বায়ক সোহেল খানসহ সাতজন খেলোয়াড় আহত হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বাংলানিউজকে বলেন, আমরা লজ্জিত। লজ্জা প্রকাশ ও ক্ষমা চাওয়া ছাড়া আমাদের এখন আর কিছু বলার নাই।

ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বাংলানিউজকে বলেন, গত শুক্রবার (০৫ এপ্রিল) আমাদের দুই খেলোয়াড়ের মাথায় পিস্তল ঠেকানোর ঘটনায় আমরা জাবিতে খেলার অস্বীকৃতি জানায়। পাশাপাশি টুর্নামেন্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ ভ্যেনুর দাবি জানায়। কিন্তু জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম আমাদের খেলোয়াড়দের সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়ায় আমরা আমাদের খেলোয়াড়দের জাবিতে পাঠাই। কিন্তু জাবি প্রশাসন আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ ঘটনার নিন্দা এবং জাবি প্রশাসনকে ধিক্কার জানাই।

এদিকে খবর পেয়ে এ হামলার প্রতিবাদে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে ইবি শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

এর আগে, গত শুক্রবার (০৫ এপ্রিল) ইবির দুই খেলোয়াড়ের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠে জাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯ আপডেট: ১৯৫৫ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।