ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘মুজিব শতবর্ষ-২০২০’ প্রতিপাদ্য ধারণ করে চলবে ঢাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
‘মুজিব শতবর্ষ-২০২০’ প্রতিপাদ্য ধারণ করে চলবে ঢাবি সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সে অনুযায়ী ‘মুজিব শতবর্ষ-২০২০’ প্রতিপাদ্য ধারণ করে আগামী বছর বিশ্ববিদ্যালয়ের সব কর্মকাণ্ড পরিচালিত হবে।

বুধবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, সিনেট-সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, সহকারী প্রক্টর, অফিস প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সমিতিগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক, ডাকসুর ভিপি, বিএনসিসি ও রোভার স্কাউট প্রধানরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করা হয়। প্রস্তাবনার মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর সুউচ্চ একটি ভাস্কর্য স্থাপন, জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজন, ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক স্মারকগ্রন্থ প্রকাশ, স্মরণিকা প্রকাশ, বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন, কর্ম ও সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন ও স্বর্ণপদক প্রদান, বঙ্গবন্ধু বৃত্তি তহবিল গঠন, বঙ্গবন্ধুর নামে আইন বিভাগে একটি ভবন স্থাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন, বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ, বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন, ক্যাম্পাসের মূল ভবনগুলোতে তিন দিনব্যাপী আলোকসজ্জার ব্যবস্থা করা ইত্যাদি। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, বিভিন্ন ইনস্টিটিউট, বিভিন্ন হল, ডাকসু, বিভিন্ন গবেষণা কেন্দ্র/ব্যুরো, উপাদানকল্প ও অধিভুক্ত কলেজ/ইনস্টিটিউট নিজ নিজ উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।