ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ডিন নির্বাচন ২৯ এপ্রিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
ঢাবির ডিন নির্বাচন ২৯ এপ্রিল

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচন আগামী ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর ২৭(৫) ধারা অনুযায়ী অধ্যাপক/সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে অধ্যাদেশের (২য় খ) ১৮ নম্বর অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

অধ্যাদেশের ৩ নম্বর ধারা অনুযায়ী একজন অধ্যাপক/সহযোগী অধ্যাপকের নাম উক্ত নির্বাচনে প্রার্থীরূপে প্রস্তাব করতে হবে এবং পদবীসহ তার নাম নির্দিষ্ট মনোনয়নপত্রে যথাযথ সমর্থন ও প্রার্থীর সম্মতিসহ আগামী ১৮ এপ্রিল দুপুর ১টার মধ্যে বা তার আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পৌঁছাতে হবে। আগামী ২১ এপ্রিল দুপুর ১টার মধ্যে বা তার আগে যেকোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

উপাচার্যের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এ নির্বাচন পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসকেবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।