ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ট্যুরিস্ট ক্লাব সাস্টের অ্যালামনাই কমিটি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ট্যুরিস্ট ক্লাব সাস্টের অ্যালামনাই কমিটি সভাপতি আবু কাওসার সুজন ও সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ সাদ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন ‘ট্যুরিস্ট ক্লাব সাস্ট’ এর তিন বছর মেয়াদী প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা করা হয়েছে। 

এতে সভাপতি নিবার্চিত হয়েছেন আবু কাওসার সুজন এবং সাধারণ সম্পাদক হয়েছেন শেখ মুহাম্মদ সাদ।  

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এ তথ্য জানান ক্লাবের বর্তমান সভাপতি সোহানুর রহমান।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আনিকা তালুকদার ইভা, সহ-সভাপতি তাসনিম আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক পীষুস কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক জুয়েল পাল, কোষাধ্যক্ষ সাদিয়া মাহজাবীন নিটোল, দফতর সম্পাদক সৈয়দ মোক্তাদির আল সিয়াম।  

কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোহাম্মদ বদরুদ্দোজা শাহীন, সাবেক সভাপতি বেলায়েত হোসেন চৌধুরী, এটিএম হুমায়ূন কবির আনসারী, আহমেদ জুবায়ের মাহবুব, মোহাম্মদ তানভীর আহমেদ চৌধুরী, মোহাম্মদ মাহবুব উল হাকিম শোভন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।  

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ২০২০ সালের ১ জানুয়ারিতে ক্লাবের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব পালন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্যুরিস্ট ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক কাজী মেহেদী হাসান, সহ-সভাপতি আসাদুজ্জামান নয়ন প্রমুখ।  

বাংলাদেশ  সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।