ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে পুনর্মিলনী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে পুনর্মিলনী প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে পুনর্মিলনী

ঢাকা: ‘সেভ টেক্সটাইল, সেভ ইকোনোমি, সেভ কান্ট্রি’ প্রতিপাদ্যে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সি ডি এম সেন্টারে পায়রা উড়িয়ে এবং লোগো উন্মোচন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ কে এম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লাসহ বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ইঞ্জিনিয়ার উজ্জ্বল ডাকুয়া, রাশেদ আহমেদ প্রমুখ।  

অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কর্ম দক্ষতা বাড়ানোর জন্য বিশেষ আলোচনা করা হয়। পাশাপাশি দক্ষ স্থানীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিশ্বের তৈরি পোশাক ব্যবসায়ের প্রতিযোগিতামূলক বাজার বিকাশ করার মাধ্যমে সবুজ বিশ্বের এবং স্থায়িত্বের উপর জোর দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।