ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চলছে ববি শিক্ষক-শিক্ষার্থীদের দ্বিতীয়দিনের আমরণ অনশন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
চলছে ববি শিক্ষক-শিক্ষার্থীদের দ্বিতীয়দিনের আমরণ অনশন  অনশনের দ্বিতীয়দিনে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষক-শিক্ষার্থী। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর এস এম ইমামুল হকের পদত্যাগ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির দ্বিতীয় দিন চলছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ কর্মসূচিতে ছয়জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লোকমান হোসেন।

দুপুর ২টার দিকে তিনি বাংলানিউজকে বলেন, অনশনে শিক্ষক সমিতির সহ-সভাপতি কায়ছার আহম্মেদ জয় ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান এবং ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন।

অসুস্থ শিক্ষকদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর অসুস্থ শিক্ষার্থীদের আন্দোলনস্থলে চিকিৎসকদের পরামর্শে স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে অনশনে শিক্ষক সমিতির সহ-সভাপতি কায়ছার আহম্মেদ জয়, সাধারণ সম্পাদক আবু জাফর মিয়াসহ বেশ কয়েকজন শিক্ষক যোগ দিয়েছেন। উপাচার্যের অপসারণ অথবা পূর্ণ মেয়াদে ছুটিতে না পাঠানো পর্যন্ত এ কর্মসূচি চলবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ৩১ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ভিসির বিরুদ্ধে আন্দোলন চলছে। এতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীরা ঐক্যবদ্ধ রয়েছেন। আন্দোলনের ৩০তম দিন অর্থাৎ বুধবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে একে একে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। এরপরও প্রশাসন ও কর্তৃপক্ষের টনক নড়ছে না।  

তারা বলেন, ভিসির অপসারণের খবর না পাওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছু হটবো না।  

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বাংলানিউজকে বলেন, শিক্ষক সমিতির আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত ৫০ জন শিক্ষক তাদের নিজ নিজ প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ায় গত ২৬ মার্চ থেকে ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, শিক্ষকদের একাংশসহ কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেন। এর ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল থেকে ভিসির অপসারণের দাবিতে একযোগে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৯
এমএস/একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।