ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ডিন নির্বাচন: ৯ অনুষদেই নীল দল জয়ী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
ঢাবির ডিন নির্বাচন: ৯ অনুষদেই নীল দল জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদগুলোর ডিন নির্বাচনে নয় অনুষদে আওয়ামীপন্থি ও একটি অনুষদে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকরা জয় পেয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে উপাচার্যের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।  

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২৭(৫) ধারা অনুযায়ী অধ্যাপক/সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে অধ্যাদেশের (২য় খণ্ড) ১৮ নম্বর অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নীল দল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও আইন অনুষদে অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। একইসঙ্গে অধ্যাপক মাকসুদ কামাল  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

নীল দলের অন্য জয়ীরা হলেন-কলা অনুষদে ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদে ড. তোফায়েল আহমদ চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদে অধ্যাপক ড. শিবলী রুবায়তুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যাপক ড. সাদেকা হালিম, জীববিজ্ঞান অনুষদে ড. মো. ইমদাদুল হক, ফার্মেসি অনুষদে ড. এস এম আব্দুর রহমান, চারুকলা অনুষদে অধ্যাপক নিসার হোসেন।

অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন হিসেবে সাদা দলের ড. মো. হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।