ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাকরিতে প্রবেশের বয়স না বাড়ালে ফের আন্দোলন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
চাকরিতে প্রবেশের বয়স না বাড়ালে ফের আন্দোলন সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করা না হলে পুনরায় কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

এ লক্ষ্যে ঈদের আগে সময়ও বেধে দিয়েছে সংগঠনটি।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব কথা বলা হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশীদ।

তিনি বলেন, সরকারের বেশ কিছু মন্ত্রী ও সংসদ সদস্য চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে আন্দোলনকারীদের অনানুষ্ঠানিক আশ্বাস দিয়েছিলেন। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও অনেকবার আলোচনা হয়েছে। নবম ও দশম জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে সুপারিশও করেছে। এতো কিছুর পরও চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হলো না।

সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সেশনজট না থাকার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য পুরোপুরি সত্যের অপলাপ। ২৩ বছর বয়সে শিক্ষার্থীদের স্নাতকোত্তর ডিগ্রি লাভের বিষয়টি পুরোপুরি অবান্তর।

ঈদের পরে কী ধরনের কর্মসূচি দেওয়া হবে-এমন প্রশ্নের উত্তরে অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।