ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকায় শুরু হয়েছে ‘ভারতীয় শিক্ষামেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
ঢাকায় শুরু হয়েছে ‘ভারতীয় শিক্ষামেলা’

ঢাকা: ভারতের বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলেজ ও আবাসিক স্কুলগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সহজে অধ্যয়নের তথ্যাদি জানাতে দু’দিনব্যাপী ‘ভারতীয় শিক্ষামেলা- ২০১৯’ এর আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শিক্ষা) জিষ্ণু প্রসন্ন মুখার্জী।  

দুই দিনব্যাপী আয়োজিত এ শিক্ষামেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।

মেলায় প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।  

এ আয়োজনে অংশ নিয়েছে ভারতের ২৬টিরও বেশি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। মেলায় শিক্ষার্থী এবং অভিভাবকরা সরাসরি ভারতের এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে শিক্ষাবৃত্তি সুবিধাসহ অন্যান্য বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

ঢাকার পর আগামী সোমবার ও মঙ্গলবার (৮ ও ৯ জুলাই) চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলেও এ শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।

মেলার সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে গ্লোবাল এডুকেশন এক্সপ্লোরার (জিইই) বাংলাদেশ ও সমন্বয় বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিইই বাংলাদেশের পরিচালক বিপ্লব চন্দ্র চক্রবর্তী, এসএস এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের পরিচালক মানিষ ধান্দা, সমন্বয় বাংলাদেশের পরিচালক রিয়াদ রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ