ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে তিন দিনব্যাপী ‘স্ট্রো কার্নিভাল ফেস্ট’

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
শাবিপ্রবিতে তিন দিনব্যাপী ‘স্ট্রো কার্নিভাল ফেস্ট’ শাবিপ্রবিতে ‘স্ট্রো কার্নিভাল ফেস্ট’।

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোপার্নিকাস অ্যাস্ট্রোনমিক্যাল মেমোরিয়াল সাস্ট (কেম সাস্ট) এর উদ্দ্যোগে তিন দিনব্যাপী স্ট্রো কার্নিভাল ফেস্ট-১৯ শুরু হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কার্নিভালের ‘স্ট্রো অলিম্পিয়াড’ এর মধ্যে দিয়ে প্রথম দিনের প্রতিযোগিতা শুরু হয়। এদিন বিকেলে রয়েছে সাইকেল র‌্যালি, স্টেইজ কুইজ, পেপার প্লেইন প্রতিযোগিতা ও ফিজিক্স অলিম্পিয়াড।

দ্বিতীয় দিন শনিবার (২০ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হবে স্ট্রো ডিবেট, স্টার গেজিং, আর্ট, ওয়াটার রকেট প্রতিযোগিতা। রোববার (২১ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হবে ডকুমেন্টারি আর্ট প্রতিযোগিতা, কেম টল্ক প্রতিযোগিতা। এদিন মিনি অডিটোরিয়ামে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।

উল্লেখ্য, সাস্ট স্ট্রো কার্নিভাল ফেস্ট-১৯ এ সিলেটসহ দেশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ