এর আগে শনিবার (২০ জুলাই) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বেসরকারি মেডিক্যাল কলেজ পরিচালনার নীতিমালা ২০১১ (সংশোধিত) অনুচ্ছেদ ৭ দশমিক ১ অনুযায়ী বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্স চালু রাখতে হলে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে হবে।
গমেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুপুরে এ বিষয়ে এক আলোচনা সভায় বসেছেন বলে গোপন সূত্রে জানা গেছে।
শনিবার গমেক অধ্যক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরও কাজের অগ্রগতির চাক্ষুস প্রমাণ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। র্যালি, বিক্ষোভ মিছিলের পাশাপাশি গান গেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৯
এএটি