ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যার্তদের পাশে শাবিপ্রবির বিভিন্ন সংগঠন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
বন্যার্তদের পাশে শাবিপ্রবির বিভিন্ন সংগঠন শাবিপ্রবি

শাবিপ্রবি (সিলেট): বন্যা কবলিত মানুষের পাশে দাড়াঁতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত উত্তরবঙ্গের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে ‘ত্রাণ বিতরণ’ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত আঞ্চলিক সংগঠনগুলোর আহ্বায়ক মো. ইমরান আলী।

আঞ্চলিক সংগঠনগুলো বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের ফান্ড সংগ্রহ করবেন, এর মধ্যে রয়েছে, চ্যারিটি ফিল্ম প্রদর্শন, বিভিন্ন হল থেকে এবং হলের বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ড কালেকশন করা হবে।

আঞ্চলিক সংগঠনগুলো, কড়িগ্রাম অ্যাসোসিয়েশন, রংপুর অ্যাসোসিয়েশন, জামালপুর অ্যাসোসিয়েশন, গাইবান্ধা অ্যাসোসিয়েশন, বগুড়া অ্যাসোসিয়েশন, লালমনিরহাট অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।