সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর এর সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপাচার্য এবং আইইবি'র কম্পিউটার প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
প্রাবন্ধিক তার প্রবন্ধে প্রযুক্তি ব্যবহারের নানাবিধ সতর্কতা এবং ক্ষতির বিষয়ের প্রতি আলোকপাত করেন। একইসাথে কিভাবে নিরাপদ প্রযুক্তি ব্যবহার করা যায় সে বিষয়েও পরামর্শ প্রদান করা হয় মূল প্রবন্ধে। অন্যান্য বক্তারা ডিজিটাল ক্ষেত্রে বর্তমান সরকারের নানান অবদান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুয়েটের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ, বঙ্গবন্ধু ইঞ্জিনিয়ার পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুজ্জামানসহ উপ-কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৯
এইচএমএস/