ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার অপরাজেয় বাংলার পাদদেশে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে সরে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া একথা জানান।

তিনি বলেন, সাত কলেজের অধিভুক্তি ছিল একটি অপরিকল্পিত সিদ্ধান্ত।

যে কারণে আমাদের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে।

ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে সরলেও শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান শাকিল।

সংবাদ সম্মেলন থেকে আগামী রোববার রাষ্ট্রপতি বরাবর অধিভুক্ত কলেজ বাতিলে স্মারকলিপি দেওয়া হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলন শুরুর আগে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।