রোববার (৪ আগস্ট) আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন কল্যাণপুর এলাকায় উপস্থিত থেকে দুস্থদের মধ্যে মশারি বিতরণ করেন।
মশারি বিতরণকালে উপস্থিত ছিলেন আইইউবির রেজিস্ট্রার মো. আনোয়ারুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদের ড. নাফিসা হকসহ শিক্ষার্থীরা।
সোমবার (৫ আগস্ট) কর্মসূচির অংশ হিসেবে জনগণকে সচেতন করতে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালির নেতৃত্ব দেন আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন।
র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এএটি