সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আবেদন শেষ হবে ২৭ আগস্ট (রাত ১২টা)।
ক ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৭৯৫, খ ইউনিটে ২ হাজার ৩৭৮, গ ইউনিটে ১ হাজার ২৫০, ঘ ইউনিটে ১ হাজার ৫৬০ ও চ ইউনিটে ১৩৫। সর্বমোট ৭ হাজার ১১৮।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
গ ইউনিট তথা বাণিজ্য অনুষদের পরীক্ষা শুরু হবে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার)। চ-ইউনিটের (চারুকলা) সাধারণ জ্ঞান বিষয়ের ভর্তিপরীক্ষা ১৪ সেপ্টেম্বর (শনিবার), ক-ইউনিটের (বিজ্ঞান) ভর্তিপরীক্ষা ২০ সেপ্টেম্বর (শুক্রবার), খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর (শনিবার), ঘ-ইউনিটের (কলা ও সামাজিক বিজ্ঞান) ভর্তিপরীক্ষা ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) এবং চ-ইউনিটের (অঙ্কন) পরীক্ষা ২৮ সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৯
এসকেবি/এএ