বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া সকাল ৭টায় সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, অফিস প্রধান, শিক্ষক, ডাকসুর নেতা, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের বাসভবনে জমায়েত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়াসহ প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসকেবি/আরবি/