মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহুয়া চত্বরে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
কর্মসূচির উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘আমাদের সবার মনে দুটো বড় হত্যাকাণ্ডের স্মৃতি জড়িয়ে আছে।
ছাত্রলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপাচার্য আরও বলেন, এমন কর্মসূচি দিনেদিন আরও বাড়বে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা রক্তদান কর্মসূচিতে সবাইকে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়ে বলেন, ‘একটি কুচক্রী মহল ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করেছে ও মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের পক্ষে কাজ করেছে। তাদের একটা গ্রুপ এখনো দেশে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ, উন্নয়নের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। সেই পরিবেশ যারা নষ্ট করতে আসবে আমরা তাদের কড়া জবাব দেব। ’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মনজুরুল হক, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ ও ঢাকা জেলা, অপরাধ উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
আরআইএস/