মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। আইডিয়া সংস্থার উদ্যোগে স্কুল স্যানিটেশন কমপ্লেক্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মলিন কান্তি শীল, ভুনবীর ইউনিয়ন চেয়ারম্যান চেরাগ আলী, আইডিয়া প্রকল্প ব্যবস্থাপক পংকজ ঘোষ দস্তিদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল উপজেলার সাধারণ সম্পাদক আবদুর রউফ তালুকদার, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ প্রমুখ।
প্রকল্পের আওতায় ১১ লাখ ১৭ হাজার টাকা ব্যায়ে চা শ্রমিক শিক্ষার্থী অধ্যুষিত সাতগাঁও হাই স্কুলে অধ্যয়নরত ১৬শ শিক্ষার্থীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যাভ্যাস উন্নয়নে ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় ছেলে ও মেয়েদের জন্য সম্পূর্ণ পৃথক আধুনিক দুটি স্যানিটেশন কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।
আইডিয়া প্রকল্প ব্যবস্থাপক পংকজ ঘোষ দস্তিদার বলেন, ‘নির্মিত ল্যাট্রিন কমপ্লেক্স নিরাপদ পানি, হাত ধোঁয়ার ব্যবস্থা, মিনিস্ট্রিয়াল হাইজিন ম্যানেজমেন্টের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। এই স্কুলের ১৬শ শিক্ষার্থীর বেসিক হাইজিন ও মেয়েদেরকে ভিন্নভাবে মিনিস্ট্রিয়াল হাইজিন বিষয়ে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে; যাতে অত্র এলাকায় হাইজিন-শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। ’
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৯
বিবিবি/জেডএস