ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবিতে নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
জবিতে নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন চার সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে পাঠানো পৃথক চার অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

নিয়োগ পাওয়া নতুন সহকারী প্রক্টররা হলেন- ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নিলোৎপাল সরকার।



জবি উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্টার প্রৌকশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশগুলোতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে আগামী ২ বছরের জন্য নতুন সহকারী প্রক্টরদের নিযুক্ত করা হয়েছে। অফিস আদেশ অনুযায়ী বুধবার (২৮ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হয়েছে।

নতুন সহকারী প্রক্টর নিয়োগের বিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, নতুন চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। মূলত পূর্ববর্তী সহকারী প্রক্টরদের মধ্যে তিনজনের অন্য দায়িত্ব ও শিক্ষা ছুটিতে যাওয়ায় এ চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
কেডি/ এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।