ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্বামীর সঙ্গে ‘অভিমান’, বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৯
স্বামীর সঙ্গে ‘অভিমান’, বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা প্রতীকী ছবি

ময়মনসিংহ: স্বামীর সঙ্গে ‘অভিমান’ করে গলায় ফাঁস দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জারমিন আক্তার জুঁই (২৪) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার চরপাড়া এলাকার শেখ মঞ্জিল ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে। জারমিন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, রাত পৌনে ৮ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই শিক্ষার্থীর গ্রামের বাড়ি জামালপুর সদরের বাগেরহাট।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে বলেন, ওই ছাত্রী নিবাসের দ্বিতীয় তলার একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। ইতোমধ্যে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামী শিমুলের সঙ্গে অভিমানের জের ধরেই এ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

জারমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এমএএএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।