এতে অংশ নেওয়ার জন্য গ্র্যাজুয়েটদের আগামী ৫-১৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে (www.ru.ac.bd) আবেদন করতে হবে। সমাবর্তনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সভাপতিত্ব করবেন বলে সম্মতি জ্ঞাপন করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের কর্মকর্তা অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সমাবর্তনে অংশ নেওয়ার জন্য গ্র্যাজুয়েটদের তিন হাজার ৫৭০ টাকা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রোববার (১ সেপ্টেম্বর) সমাবর্তন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন অভ্যর্থনা কমিটি ও স্টিয়ারিং কমিটিসহ ১৩টি উপ-কমিটি গঠন করা হয়। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ওই দিনই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান প্রত্যেক বছর সমাবর্তন আয়োজনের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৯
এসআরএস