ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবির ভর্তি পরীক্ষা: ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৯
ইবির ভর্তি পরীক্ষা: ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রকৌশল ও প্রযুক্তি, জীব বিজ্ঞান এবং বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিট সমন্ময়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রাশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল হস্তান্তর করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এসএম আব্দুল লতিফ, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড মাহবুবর রহমান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড তপন কুমার জোদ্দার, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড সাজ্জাদ হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটে চার শিফটে মোট ১৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ৩ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাশের হার শতকরা ১৯ দশমিক ৭৬ ভাগ।

আগামী ২৩ ও ২৪ নভেম্বর সকাল ৯টা থেকে ইউনিট সমন্বয়কারীর কক্ষে ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর ১ম, ২য় শিফট এবং ২৪ নভেম্বর ৩য়, ৪র্থ শিফটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

‘সি’ ইউনিটের ফলাফল ও ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www. iu.ac.bd-তে পাওয়া যাবে।

গত ৬ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি বিভাগের মোট ৫৫০টি আসনের বিপরীতে ২৩ হাজার ১৫২ জন শিক্ষার্থী আবেদন করেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।