শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৫২ দশমিক ৫৬ শতাংশ ও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের হার ৪৯ দশমিক ৭২ শতাংশ।
পরীক্ষা চলাকালীন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, শিক্ষক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বরিশালবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিন ভর্তি পরীক্ষা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করেছে। এছাড়া ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক জ্যামার স্থাপন করা হয়।
চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগে ১৪৪০টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন মোট ৪৯ হাজার ৯৫৬ জন। ‘খ’ ইউনিটে ৫৬০টি আসননের বিপরীতে ১০ হাজার ১০৬ জন এবং ‘গ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে ৬ হাজার ১২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ নগরীর ১২টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমএস/একে