ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে বাকশিসের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
বরিশালে বাকশিসের প্রতিনিধি সভা অনুষ্ঠিত বরিশালে বাকশিসের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল: ‘বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন, শিক্ষা হবে জাতীয়করণ’ শ্লোগান বাস্তবায়নে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা কমিটির নেতাদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে নগরের আমানতগঞ্জের ইসলামিয়া কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, বরিশাল জেলা বাকশিসের সহসভাপতি অধ্যক্ষ ফরিদ কামাল, পটুয়াখালী জেলা বাকশিসের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাসুম বিল্লাহ, ঝালকাঠি জেলা বাকশিসের সমন্বয়কারী উপাধ্যক্ষ মাসুম কামাল, পিরোজপুর জেলা বাকশিসের সমন্বয়কারী অধ্যাপক শহীদুল ইসলাম, বরগুনা জেলা বাকশিসের সমন্বয়কারী উপাধ্যক্ষ আব্দুল হালিম এবং ভোলা জেলা বাকশিসের সদস্য মামুন অর রশিদসহ অন্যরা।

সভায় আসন্ন এইচএসসি পরীক্ষার পর বাকশিস বিভাগীয় কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, আগামী ২২ মার্চ সকাল ১০টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন, শিক্ষা হবে জাতীয়করণ’ শিরোনামে বড় পরিসরে ‘শিক্ষক সমাবেশ’ করার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ