ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগের ২ কর্মী বহিষ্কার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
ঢাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগের ২ কর্মী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়: সংবাদ সংগ্রহের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংবাদিককে মারধরের ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শৃঙ্খলা পরিষদের দেওয়া শাস্তির সুপারিশ অনুমোদন করা হয়।  

বহিষ্কৃতরা হলেন- মনোবিজ্ঞান বিভাগের ফকির ধ্রুব ও বাংলা বিভাগের রাকিব হাসান।

গত বছরের ২৩ সেপ্টেম্বর ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিন সাংবাদিক ছাত্রলীগের মারধরের শিকার হন। একপর্যায়ে একজনের কাছ থেকে মোবাইলও কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- স্টুডেন্ট জার্নালের ঢাবি প্রতিনিধি আনিছুর রহমান, বিজনেস বাংলাদেশের আফসার মুন্না ও প্রতিদিনের সংবাদের রাহাতুল ইসলাম রাফি।

এঘটনার বিচার চেয়ে ভুক্তভোগীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ জানালে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ