ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

খুবির মেডিক্যাল সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
খুবির মেডিক্যাল সেন্টারের নির্মাণ কাজের উদ্বোধন মোনাজাতে খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানসহ অন্যরা।ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শহীদ ডা. আলীম চৌধুরী মেডিক্যাল সেন্টার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত করে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এ সেন্টার নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে সেখানে মহান আল্লাহ পাকের রহমত কামনা করে দোয়া করা হয়।

এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন, প্রধান প্রকৌশলী সেরাজুম মুনীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মওলানা আব্দুল কুদ্দুস।

এক হাজার বর্গমিটার আয়তনের চারতলা বিশিষ্ট এই মেডিক্যাল সেন্টারটি প্রথম পর্যায়ে চারতলা ভিত্তির ওপর দোতল ভবন নির্মাণ করা হবে। এজন্য ব্যয় ধরা হয়েছে সোয়া ছয় কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।