ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

শিক্ষা

একুশে বইমেলায় সাব্বির সরকারের স্পোকেন ইংলিশের এ টু জেড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
একুশে বইমেলায় সাব্বির সরকারের স্পোকেন ইংলিশের এ টু জেড বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

ঢাকা: ইংরেজি ভাষা রপ্ত করতে প্রায়ই বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। এ চ্যালেঞ্জের সমাধান করতে এ বছরের একুশে বইমেলায় আসছে সাব্বির সরকারের ‘Spoken English এর A to Z’।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামেলির চেয়ারম্যান মো. সবুর খান।

মো. সবুর খান বলেন, বৈশ্বিক নাগরিকত্বের জন্য ইংরেজি জানা দরকার।  

বইটির লেখক সাব্বির সরকার বলেন, এ বইয়ের মাধ্যমে যে কেউ দেশের বাইরে গিয়ে ইংরেজিতে যোগাযোগ করতে পারবে।

বর্ণপ্রকাশ বইটি প্রকাশ করেছে। বইমেলায় ২৭৫ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।