ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বাহারি ফুলে রঙিন খুবি ক্যাম্পাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
বাহারি ফুলে রঙিন খুবি ক্যাম্পাস খুবির ক্যাম্পাসে পিটুনিয়া ফুলের বাহার। ছবি: বাংলানিউজ

খুলনা: প্রকৃতিতে এখনও শীতের হাওয়া, শুকনো পাতার মড় মড় শব্দ আর রুক্ষতা। হালকা এই শীতে ফুলে ফুলে নতুন সাজে সেজেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাস। রাজ্যের সব ফুল যেন এখানেই জড়ো হয়েছে! যেদিকে তাকানো যায় সেদিকেই বিচিত্র সব বর্ণাঢ্য ফুলের সমারোহ। ভ্রমরের পাশাপাশি ফুলের গন্ধে মাতোয়ারা ক্যাম্পাসে আগতরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই সঙ্গে প্রাকৃতিক শোভা টেনে আনছে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকেও ঘুরতে আসা বিভিন্ন বয়সের মানুষদের।

এবার বসন্তের প্রথম দিন আর ভালোবাসা দিবস একই দিনে, ১৪ ফেব্রুয়ারি হওয়ায় ক্যাম্পাসে ফুলপ্রেমীদের ঢল নামবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খুবির ক্যাম্পাসে ফুলের বাহার।  ছবি: বাংলানিউজসরেজমিনে দেখা গেছে, সবুজ ক্যাম্পাসের ইটপাথরে গড়া ভবনের সামনে দ্যুতি ছড়াচ্ছে রঙ-বেরঙের বাহারি ফুল। হৃদয়কাড়া ফুলের মন মাতানো সৌরভ আর স্নিগ্ধতায় মুগ্ধ সবাই। ফুলের সৌন্দর্য ব্যঞ্জনায় যেন স্বর্গীয় রূপ ধারণ করেছে খুবি। গাঁদা, আকাশি সাদা স্নোবল, সালভিয়া, দোপাটি, ক্যালেন্ডোলা, দায়েনথাঁচ, ফ্লোগর্স, ইন্টালিয়াম, স্নাকড্রাগন, পেনজি, কারিয়াফছি, ভারবিনা, পিটুনিয়া, স্টার গোল্ড, মৌচন্ডা, পানচাটিয়া, অ্যালমন্ডা, গ্লাডিয়া, তালপাম্প, চন্দ্রমল্লিকা, ইনকা, ছোট চায়না গাঁদা, জাম্বু গাঁদা, মোরগঝুঁটি, কসমস, জুঁই, চামেলি ছাড়াও আছে টগর, বেলি এবং সাইকাস, ক্রিসমাস, জবা, রঙ্গনসহ নানা জাতের ফুল। সবমিলিয়ে প্রায় অর্ধশত ধরনের ফুল ফুটেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ফুলের ওপর নাচছে পাখি। নানা জাতের ফুল বেশি ফুটেছে উপাচার্যের বাসভবনের ভেতরে ও বাইরে। খুবির ক্যাম্পাসে ফুলের বাহার।  ছবি: বাংলানিউজএরপর শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে। আবাসিক হলগুলোতেও ফুটেছে নানা বর্ণের ফুল। শীতকালীন নানা প্রজাতির প্রস্ফুটিত এই ফুলের সমারোহে এখন সুশোভিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফুলে ফুলে সজ্জিত ক্যাম্পাস যেনো শিল্পীর তুলিতে আঁকা নয়ন জুড়ানো সৌন্দর্য মুগ্ধ কোনো ছবি। আর ফুলে সুশোভিত ক্যাম্পাস দেখতে আসছেন প্রতিদিন প্রচুর দর্শক। তারা ফুলের বাগানে ঘুরছেন। ছবি তুলতেই যেন তারা বেশি ব্যস্ত। তবে সেলফি তুলতেও ভুলছেন না। বেশিরভাগই আসছেন বন্ধু-বান্ধব নিয়ে। খুবির ক্যাম্পাসে ফুলের বাহার।  ছবি: বাংলানিউজখুবি ক্যাম্পাসে ঘুরতে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ বলেন, খুবি ক্যাম্পাস  ফুলে ফুলে সেজেছে। যা দেখতে প্রতিবছরের ন্যায় এবারও বন্ধুদের নিয়ে এসেছি। ফুলের সৌন্দর্যে মোড়ানো ক্যাম্পাস দেখে মুগ্ধ হয়েছি।

বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্র আশিক বিশ্বাস বলেন, ফুলে ফুলে ভরে গেছে খুবি ক্যম্পাস। গাছ ঠাঁসা ফোটা এসব ফুলের মিষ্টি সুবাসে পাগল পারা মৌমাছি আর প্রজাপতিরা। যা দেখে মুগ্ধ সবাই। পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস প্রতিবছর পিঠাপিঠি দিন হলেও এবার একই দিনে। তাই এক সঙ্গে দুই দিবস পালন করবে তরুণ প্রজন্মসহ নানা বয়সী মানুষ। যে কারণে ক্যাম্পাসে রয়েছে ওই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

একই ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের ছাত্র মোজাহিদুল ইসলাম বলেন, বসন্তের আগমনে প্রকৃতিকে যেমন আসে সজিবতা বা পরিবর্তন। ঠিক তেমনটি নানা রকমের ফুলে আমাদের ক্যাম্পাস ভরে উঠেছে। ফাল্গুনের হাত ধরেই বসন্তের আগমন। পয়লা ফাল্গুন বা পহেলা ফাল্গুন বাংলা পঞ্জিকার একাদশতম মাস ফাল্গুনের প্রথম দিন ও বসন্তের প্রথম দিন। এবার সেই দিনই ভালোবাসা দিবস। যে কারণে ওইদিন খুবি ক্যাম্পাসে ফুলপ্রেমীদের জনস্রোত থাকবে।  খুবির ক্যাম্পাসে ফুলের বাহার।  ছবি: বাংলানিউজফুল বাগানের মালি মো. রেজাউল ইসলাম বলেন, ফুল চাষের আগে যেসব প্রস্তুতি নেওয়া দরকার তার সবই করা হয়েছিলো। যে কারণে ফুলে ফুলে ভরে গেছে ক্যাম্পাস। এবার বেশি ফুটেছে ইনকা গাঁদা, জাম্বু গাঁদা, ডালিয়া,  সিলভিয়া ফুল, স্টার, পিটুনিয়া ফুল। এক স্থানে এত বেশি ফুল ফোটায় বিশ্ববিদ্যালয়ের ভবনে মৌমাছি বাসা বেঁধেছে।

বিশ্ববিদ্যালয়ের এস্টেট (সম্পত্তি) শাখার উপ-রেজিস্ট্রার কৃষ্ণপদ দাশ জানান, আমরা অনেক আগেই এই ফুলের বাগার গড়ার উদ্যোগ গ্রহণ করি। এখানে অনেক দর্শনার্থী প্রতিদিন ভিড় করেন। বিশেষ করে বিশেষ দিনগুলোতে এখানের ফুলের সৌন্দর্য দেখতে জনস্রোত তৈরি হয়।  

খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম আতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ক্যাম্পাসের নানা রঙের ফুলের আবির আর মৌ মৌ গন্ধে কেড়ে নিচ্ছে বিষাদ। ভালোবাসার প্লাবনে ভাসিয়ে দিচ্ছে মন। সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসা বহি:প্রকাশের বড় মাধ্যম ফুল। যে কারণে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে ক্যাম্পাসে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ক্যাম্পাসে ফুলচাষে বিশেষভাবে আগ্রহী। তার আগ্রহে প্রতিবছরের ন্যায় এবারও পরিকল্পিতভাবে শীতকালীন ফুলচাষ হয়েছে। খুলনা শহরের কোথাও এত ফুল আর নেই। খুবির ক্যাম্পাসে ফুলের বাহার।  ছবি: বাংলানিউজএ ব্যাপারে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ফুলের চাষে বিশেষভাবে নজর দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় তো সৌন্দর্যের জায়গা। বিশ্ববিদ্যালয় তো সৌন্দর্যচর্চার একটি অংশ। সত্য, সুন্দর এবং কল্যাণ এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় লালন করে। একটি বিশ্ববিদ্যালয়ে ঢুকলে যদি শিক্ষার্থীদের মন ভালো হয়ে যায় সেটাইতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাজ। আমরা তারই অংশ হিসেবে প্রতিবছর ফুলচাষে বিশেষভাবে গুরুত্ব দিই। এ বছর অন্যান্য বছরের চেয়ে বেশি ফুলের চাষ করা হয়েছে। এর পেছনে বিনিয়োগ করা হয়। বিশ্ববিদ্যালযয়ের ভেতরে যে ফুলের সমারোহ এটা শুধু বিশ্ববিদ্যালয়ের না বাইরে যারা রয়েছেন তারাও কিন্তু বিশ্ববিদ্যালের এই সৌন্দর্য দেখতে আসেন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩ , ২০২০
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ