ঢাকা: জেএসসি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান লাভ করেছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এবছর এ প্রতিষ্ঠান থেকে ৩৩৯ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়।
জিপিএ-৫ পেয়েছে ৩০৪ জন শিক্ষার্থী, যা শতকরা ৮৯ দশমিক ৬৭ ভাগ।
গত বছর জেএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের স্থান ছিল চতুর্থ।
বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল গোলাম হোসেন সরকার প্রতিষ্ঠানটি দেশ সেরা হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষতের জন্য এই ফলাফল একটা চ্যালেঞ্জ হয়ে থাকলো। এখান থেকে আর পেছানোর কোন সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১