ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চাকরি হারালেন ঢাবির ৫ শিক্ষক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
চাকরি হারালেন ঢাবির ৫ শিক্ষক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): শিক্ষা ছুটিতে শেষ করার পর কাজে যোগদান না করা ও নিজ আবেদনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।  

চাকরি হারানো শিক্ষকরা হলেন- পপুলেশন সায়েন্সস বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজমেরী ফেরদৌস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মিসেস ইয়াসমিন আকতার ও মো, মহসীন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রাদিয়া তাইসির।

সিন্ডকেট সভাসূত্র বাংলানিউজকে জানায়, সমাজবিজ্ঞান বিভাগের আজমেরি ফেরদৌস পদত্যাগের আবেদন করেন। অন্য শিক্ষকরা শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগ দেননি। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলানিউজকে বলেন, সিন্ডিকেট সভায় শিক্ষা ছুটি শেষে কাজে যোগদান না করায় কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এসকেবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।