ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আগামী ১৮ থেকে ৩১ মার্চ বন্ধ শাবিপ্রবি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আগামী ১৮ থেকে ৩১ মার্চ বন্ধ শাবিপ্রবি ১৮ মার্চ থেকে ৩১ মার্চ বন্ধ শাবিপ্রবি।

সিলেট: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতা ও মোকাবিলায় অংশ হিসেবে আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শেষে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. জহির বিন আলম বাংলানিউজকে বলেন, আগামী ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস- পরীক্ষা বন্ধ থাকবে ও হলগুলো খোলা থাকবে।

তবে যারা থাকবে তাদের নিজেদের সতর্কতায় থাকতে হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।