ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবির ক্লাস-পরীক্ষা ১৮-৩১ মার্চ পর্যন্ত বন্ধ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বশেফমুবিপ্রবির ক্লাস-পরীক্ষা ১৮-৩১ মার্চ পর্যন্ত বন্ধ

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আশঙ্কা রোধে সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতেুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)। 

সোমবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।  

এতে বলা হয়েছে, সরকারি আদেশের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

 

ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় নিজ নিজ বাসস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
টি এ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।