ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

বুয়েট শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বুয়েট শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনা ভাইরাস (কোভিড-১৯) বিস্তার রােধে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের আলােকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

এতদসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যগত সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

আবাসিক হলগুলোতে অবস্থানরত ছাত্র-ছাত্রীদের তাদের নিজ নিজ বাসা/বাড়িতে অনতিবিলম্বে চলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং ১৮ মার্চ বিকেল ৫ টার পর হলগুলো বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।