ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২০
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক হস্তান্তর

ঢাকা: ২০২৯-২০ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার সরকারি অংশের টাকার চেক হস্তান্তর করেছে সরকার।

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এই ভাতার সরকারি অংশের আটটি চেক বুধবার (৮ এপ্রিল) নির্ধারিত হারে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়।

এরআগে গত ৫ এপ্রিল মার্চ মাসের বেতনের সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।