ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আটকে গেলো প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
আটকে গেলো প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা 

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

আগামী ১৫ থেকে ২৩ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলানিউজকে জানান।

তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতে প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষা নির্ধারিত সময় নেওয়া সম্ভব হচ্ছে না।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত ১৮ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

এই ছুটি বেড়ে ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা জানান।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।