ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

ফল পুন:নিরীক্ষণে রাজশাহী বোর্ডে গণিতে আবেদন বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জুন ১৩, ২০২০
ফল পুন:নিরীক্ষণে রাজশাহী বোর্ডে গণিতে আবেদন বেশি

রাজশাহী: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষার ৪৪ হাজার ৬১টি খাতা পুন:নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। 

পরীক্ষা অংশ নেওয়া ২০ হাজার ৪১৩ জন শিক্ষার্থী এ আবেদন করেছেন। বেশি আবেদন পড়েছে গণিতে।

এ বিষয়ে ৮ হাজার ৩৭৫টি আবেদন পড়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক জানান, গত পয়লা জুন থেকে ৭ জুন পর্যন্ত এসএসসি ফল পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। এবার ২০ হাজার ৪১৩ জন শিক্ষার্থী ৪৪ হাজার ৬১টি খাতার ফল পুন:নিরীক্ষণের আবেদন করেছে।

এর মধ্যে বাংলা প্রথমপত্র ও বাংলা দ্বিতীয়পত্রে ২ হাজার ৪৪৩টি করে আবেদন পড়েছে। এছাড়া ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্রে ৩ হাজার ৯৮০টি, গণিতে ৮ হাজার ৩৭৫টি, ভূগোলে ১ হাজার ৭৫৪টি, ইসলাম শিক্ষায় ২ হাজার ৩০৯টি, হিন্দু ধর্মে ১১০টি, খ্রিষ্টান ধর্মে ৪টি, উচ্চতর গণিতে ১ হাজার ২৬৬টি, সাধারণ বিজ্ঞানে ৮১৮, কৃষি শিক্ষায় ১ হাজার ৩৪৬ জন, পদার্থে ৩ হাজার ৫০২টি, রসায়নে ২ হাজার ৩৩৯টি, জীব বিজ্ঞানে ৩ হাজার ৪৫৩টি, পৌরনীতিতে ১৯৯টি, অর্থনীতিতে ৩৩১টি, ব্যবসা উদ্যোগে ১৬৬টি, হিসাব বিজ্ঞানে ৪৪৪টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ২ হাজার ৫৩৯টি, গার্হস্থ্য বিজ্ঞানে ৫৫টি, ফিন্স্যাস ও ব্যাংকিংয়ে ৫৪৫টি, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতায় ১ হাজার ১৮টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) ৬৪৭টি আবেদন পড়েছে।

এসএসসির ফল নিরীক্ষণ আবেদন প্রশ্নে রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মোকবুল হোসেন জানান, এখনও নিরীক্ষণের ফল প্রকাশের দিন দিন নির্ধারণ হয়নি। যেসব আবেদন পড়েছে বিষয়ভিত্তিক শিক্ষকদের সেগুলো দেওয়া হচ্ছে।  

প্রতিটি খাতা দুবার করে যাচাই-বাছাই করে দেখা হবে। এতে নম্বর প্রদানে কোনো অসঙ্গতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। সব শেষে দ্রুত সময়ের মধ্যেই তার ফল প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন- রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, জুন ১২, ২০২০
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।