ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির ৮ অনুষদের ডিনের মেয়াদ বাড়লো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, জুলাই ১, ২০২০
ঢাবির ৮ অনুষদের ডিনের মেয়াদ বাড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আট অনুষদের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় তাদের ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা/ বিজ্ঞান/ আইন/ সামাজিক বিজ্ঞান/জীববিজ্ঞান/ফার্মেসি/ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি /চারুকলা অনুষদের ডিনদের দুই শিক্ষাবর্ষের (২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০) কার্যকালের মেয়াদ ৩০ জুন শেষ হবে।

এ পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর প্রথম সংবিধির ১৭ (২) ধারা অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ১ জুলাই থেকে অনধিক ৯০ দিনের জন্য অথবা পরবর্তী নির্বাচিত ডিন দায়িত্বভার গ্রহণ না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) সময়ের জন্য ওই আট অনুষদের নির্বাচিত ডিনদের স্ব-স্ব অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এসকেবি/ডিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।