ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে জাপান

ঢাকা: বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নের লক্ষ্যে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা উন্নয়নে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৪) সহায়তা দেবে জাপান। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফাতেমা ইয়াসমিন চুক্তি সই করেছেন।

এ সময় জাপান ইন্টান্যাশনাল কো- অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইউহো হায়াকাওয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা উন্নয়নে গত এক দশক ধরে সহায়তা দিয়ে আসছে জাপান।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।