ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ভাইরাস শনাক্তে নতুন ল্যাব চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
ভাইরাস শনাক্তে নতুন ল্যাব চালু করবে ঢাকা বিশ্ববিদ্যালয় ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন বায়োলজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড হেল্থ রিসার্চ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস)-এর ২১তম কাউন্সিল সভায় এই ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট  ভবনে  অনুষ্ঠিত এ সভায়  প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম  মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন এবং কারস-এর পরিচালক অধ্যাপক ড. এম এ মালেক উপস্থিত ছিলেন।
 
সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসে শিক্ষা,  গবেষণা  ও  সেবার  মান ও পরিধি  বৃদ্ধির লক্ষ্যে এই গবেষণাগারে খাদ্য, পরিবেশ ও মানবদেহের  নমুনায় বিভিন্ন ভাইরাস, ব্যক্টেরিয়া, ছত্রাকসহ অন্যান্য সংক্রামক অণুজীব শনাক্ত এবং জীবে এর প্রভাব বিষয়ে বিশ্লেষণ ও  গবেষণা করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২০
এসকেবি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।