ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

সৈয়দপুরে লক্ষণপুর সরকারি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২০
সৈয়দপুরে লক্ষণপুর সরকারি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ফিতা কেটে লক্ষণপুর সরকারি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।  

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

এ সময় উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ, উপজেলা প্রকৌশলী এফ এ এম রায়হানুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মণ্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান, মুসারাত জাহান, মো. আজহারুল ইসলাম, বাঙালিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচী, লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, আওয়ামী লীগ নেতা এ কে এম রাশেদুজ্জামান রাশেদ, লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হেলেনা খাতুনসহ শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলীম প্রথমে ফিতা কেটে ও পরে নামফলক উন্মোচন করে বিদ্যালয়ের নুতন ভবনের শুভ উদ্বোধন করেন। এরপর সেখানে এক বিশেষ মোনাজাত করা হয়।  

শেষে প্রধান অতিথি নবনির্মিত বিদ্যালয় ভবনের কক্ষগুলো ঘুরে ঘরে দেখেন। এসময় তিনি বিদ্যালয় ভবনের বিভিন্ন কাজের মান দেখেন সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেন।

চাহিদা ভিত্তিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম পর্যায়) আওতায় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভিত্তির ওপর সিঁড়িঘরসহ আনুভূমিক চার কক্ষের নতুন ভবণ নির্মাণ করা হয়েছে। ভবনটি নির্মাণে প্রাক্কলিত মূল্য ধরা হয় ৭১ লাখ ১৩ হাজার ২০০ টাকা। আর চুক্তিমূল্য ছিল ৬৭ লাখ ৫৭ হাজার ৫৪০ টাকা। বিদ্যালয় ভবনটির নির্মাণ কাজ করে পঞ্চগড়ের বোদা উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রবি ট্রেডার্স।

২০১৯ সালের ১০ জুন বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়। আর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে চলতি বছরের ২৩ এপ্রিল। এটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে সৈয়দপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।