ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
ফাজিল পরীক্ষার ফল প্রকাশ ফলাফল হস্তান্তর। ছবি: বাংলানিউজ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে ফাজিল (স্নাতক) তৃতীয় বর্ষ (অনিয়মিত)-২০১৮ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  

সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।

 

এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লাহ উপস্থিত ছিলেন।  

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ফাজিল তৃতীয় বর্ষ (অনিয়মিত)-২০১৮ এর পরীক্ষা শুরু হয়ে ১২ ডিসেম্বর শেষ হয়। পরীক্ষায় মোট দুই হাজার ১৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে দুই হাজার ৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন।  

ফলাফল প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি জানান, গত জুনের দিকে ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু সারা দেশে করোনা পরিস্থিতির কারণে শিক্ষকদের কাছে নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্নপত্র (ও এম আর) শিট সংগ্রহ করতে দেরি হয়। এতে ফলাফল প্রকাশে বিলম্ব হয়।  

ফাজিল পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu ac.bd) এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।