ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবিতে রেজিস্ট্রারকে উপাচার্যের দায়িত্ব, ডুটার প্রতিবাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
শেকৃবিতে রেজিস্ট্রারকে উপাচার্যের দায়িত্ব, ডুটার প্রতিবাদ ...

ঢাকা বিশ্ববিদ্যালয়: শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) রেজিস্ট্রারকে চলতি উপাচার্যের দায়িত্ব দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি (ডুটা)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঢাবি শিক্ষক সমিতির অধ্যাপক মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেকৃবির রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে উপাচার্যের চলতি দায়িত্বের আদেশ জারি করা হয়েছে। উক্ত রেজিস্ট্রার একজন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক নন। এর আগে একজন প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের দায়িত্ব প্রদানের ঘটনা কখনোই ঘটেনি।

উচ্চ শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম অবহেলার একটি দৃষ্টান্ত। এ ধরনের পদক্ষেপের ফলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।